৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে গ্রাম পুলিশকে মারধর করলেন পুলিশের এসআই

spot_img

বগুড়ার শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ মাহফুজার রহমানকে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের এসআই শওকত আলীর বিরুদ্ধে। সে উপজেলার খোট্রাপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে এবং দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আছেন। খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জানে আলম জানান, ‘২১ মে পুলিশের এসআই শওকত আলী তার ছেলেমেয়ের জন্ম নিবন্ধন হারিয়ে ফেলায় নতুন করে জন্ম নিবন্ধন করতে আসে। এ জন্য তাকে থানায় জিডি করে ফটোকপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে উঠেন এবং গালমন্দ শুরু করেন।

গ্রাম পুলিশ মাহফুজার রহমান বলেন, ‘অফিসে এমন পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি এগিয়ে আসলে তাকে লাথি মেরে ফেলে দিয়ে মারপিট করে এসআই শওকত আলী।

এ বিষয়ে এসআই শওকত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি দিনাজপুর এসপি অফিসে পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আছেন এবং ঘটনাটি চেয়ারম্যান মীমাংসা করে দিবেন। এ ছাড়া ঘটনা সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননি।

খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে দুজনকে নিয়ে বসে আজকে সমাধান করে দেব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ