৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ভূমিসেবা বুথ উদ্বোধন,ভূমিসেবা চলবে ১৪ ই জুন পর্যন্ত

spot_img

সারাদেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪।ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে‘স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক’।শতভাগ হয়রানি,ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। 

শনিবার(৮ জুন)থেকে আগামী ১৪ জুন পর্যন্ত দেশের ৮টি বিভাগ,৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা,রাজস্ব সার্কেল,ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে।ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি,অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান,মৌজা ম্যাপ,খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে।

এরই ধারাবাহিকতায় বগুড়া শাজাহানপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন)সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা বুথ ও ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল নাইম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর  উপজেলা নির্বাহী অফিসার মুহ্সিয়া তাবাসসুম।এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি অফিসের সকল কর্মকর্তা,কর্মচারীবৃন্দ,ভূমি সেবাগ্রহীতাগণ ও সুধীবৃন্দ।

সেবাবুথ উদ্বোধনের পর,অনস্পট ২ জন সেবা গ্রহীতার মধ্যে নামজারি ডিসিআর ও খতিয়ান,৩ জন সেবাগ্রহীতার মাঝে চান্দিনা ভিটির নবায়ন ডিসিআর এবং ৩ জন সেবাগ্রহীতার মাঝে ভূমি উন্নয়ন কর প্রদানের নিবন্ধনপূর্বক দাখিলা প্রদান করেন এবং উপস্থিত সকলকে উপজেলা ভূমি অফিসে স্থাপিত সেবাবুথ থেকে সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয় এবং যেকোন সেবা পেতে সরাসরি এসিল্যান্ড শাজাহানপুরের সরকারি নম্বরে যোগাযোগ বা প্রয়োজন সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন,ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা,ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিক নিবন্ধন,অনস্পট নামজারি,খারিজের আবেদন গ্রহণ,ভূমিসেবা হটলাইন ১৬১২২ এর সেবাসমূহের সম্পর্কে অবগতকরণ ও সেবা প্রদান,অনলাইন খতিয়ান,ম্যাপ এর আবেদন পূরণ সহ ভূমি বিষয়ক পরামর্শ সেবা সপ্তাহে সেবাবুথ থেকে সেবা গ্রহণ করুন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ