৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উত্তরের ১৬ জেলার মধ্যে বগুড়াই হবে স্মার্ট নগরী -রাগেবুল আহসান রিপু এমপি

spot_img

উত্তরের ১৬ জেলার মধ্যে বগুড়াই হবে স্মার্ট নগরী -রাগেবুল আহসান রিপু এমপি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া ৬ আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করছেন। আর স্মার্ট, বাংলাদেশে উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে বগুড়াই হবে স্মার্ট নগরী। তিনি আরও বলেন শিঘ্রই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক এবং শেখ কামাল আইটি সেন্টারের কাজ শুরু হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়া হবে একটি আধুনিক ও প্রসিদ্ধ স্মার্ট নগরী।

গতকাল শনিবার বগুড়ার হোটেল নাজ গার্ডেনে মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানী ‘এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ‘বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করণের লক্ষে আয়োজিত “মতবিনিময় সভা ও ইফতর মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। এসইও এক্সপাটি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুলের সভাপতিত্বে এবং উপদেষ্টা হাসানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সিনিয়র সাংবাদিক আখতারুজ্জামান। ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, এসইও এক্সপার্টি লিমিটেড কর্তৃক উদ্ভাবিত স্কুল ম্যানেজমেন্ট “অ্যাপস ব্যবহারের ফলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য বিবরণী যেমন শিক্ষার্থী সিলেবাস, ব কাজ, নোটীশ, টিউশন ফি সহ অন্যান্য কালেকশন, পরীক্ষা গ্রহণ, ফলাফল শীট তৈরি ইত্যাদি অতিপ্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সহজেই সফটওয়্যারে সংরক্ষিত হবে। যা বহুদিন যাবত সংরক্ষিত থাকবে। এতে একদিকে সময় ও পরিশ্রম কমবে ( অপরদিকে সাশ্রয়ী হবে। অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলাধীন ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা) প্রধান ও আইসিটি শিক্ষকগণ অংশ নেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ