৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভিনির জোড়ায় প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

spot_img

অফ ফর্মে থাকা ব্রাজিলকে নিয়ে হতাশার শেষ ছিল না। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেও তারা করেছিল হতাশ। তবে আজ সকালে নেভাডার অ্যালিজায়ান্ট স্টেডিয়াম তাণ্ডব চালিয়েছিল সেলেসাওরা। জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে খরা কাটিয়ে জয়ে ফিরেছে দলটি।

লাতিন আমেরিকার তীব্র উত্তেজনাপূর্ণ ম‍্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে তারা। ভিনিসিয়ুস জুনিয়র করেছেন দুই গোল, একটি করে গোল পেয়েছেন সাভিনিও ও লোকাস পাকেতা।

কোস্টারিকার বিপক্ষে ড্র দিয়ে কোপার অভিযান শুরু করায় এই ম্যাচের আগে চাপে ছিল ব্রাজিল। সেই চাপ সামলাতে যে হিমশিম খেতে হয়েছে তা স্পষ্ট হয়ে যায় প্রথমার্ধেই। ৩১ মিনিটেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। কিন্তু লুকাস পাকেতা মিস করেন শটটি। তবে ৪ মিনিট পরই দলকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলের সুযোগ সৃষ্টি করে দেন পেনাল্টি মিস করা পাকেতাই। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাভিনিও। প্রথম অর্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনি।

৩-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকেই ফিরেই অবশ্য হজম করতে হয় একটি গোল। ওমর অ্যালডারেট একক প্রচেষ্টাতেই সেই গোল বাগিয়ে নেন। যে গোলে চিড় ধরা আত্মবিশ্বাসে ফের হাওয়া লাগে।

তবে সেটা থামিয়ে দিতে সময় নেননি পাকেতা। ৬৫ মিনিটে আবার পেনাল্টি পায় ব্রাজিল। শট নিতে আসেন সেই পাকেতা। যিনি শুরুতে সুযোগ হারিয়েছিলেন। তাই তিনি আসায় সবার মনে খানিকটা শঙ্কা কাজ করছিল। কিন্তু এবার আর হতাশ করেননি। সোজা জালে জড়িয়ে ভোঁ দৌড়। তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। টানা দুই ম্যাচ জিতে কলম্বিয়া আছে ডি গ্রুপের শীর্ষে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ