৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাসে ঝগড়া বাধিয়ে যাত্রীর মুঠোফোন হাতিয়ে নেয় তারা

spot_img

রাজধানীর উত্তরা এলাকা থেকে একটি চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উত্তরার সোনারগাঁও জনপথ রোডের মাস্কট প্লাজার সামনে থেকে এক যাত্রীর মুঠোফোন চুরির সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। চক্রটি বাসের মধ্যে যাত্রীদের সঙ্গে ঝগড়া বাধিয়ে কৌশলে মুঠোফোন চুরি করে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন মো. রহমত উল্লাহ হাওলাদার (২৬), সজল হালদার (২৬) ও মো. অন্তর হাসান সজীব (২৭)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, প্রত্যেকেই দিনের বেলায় চাকরি করেন, আর রাতের বেলায় চুরি করেন। গ্রেপ্তার সজল গাড়ি চালান, সজীব পোশাকশ্রমিক এবং জীবন স্যানিটারি মিস্ত্রি। তাঁদের মূল লক্ষ্য বাসের যাত্রীরা।

ওসি আরও বলেন, বাসে তিনজন মিলে একজন যাত্রীকে ঘিরে দাঁড়ান। এরপর যাত্রীকে যেকোনো একজন ধাক্কা দিয়ে ঝগড়া বাধান। ঝগড়ার এক ফাঁকে বাকি দুজন যাত্রীর পকেটে থাকা মুঠোফোন হাতিয়ে নেন।

পুলিশ জানায়, ঝগড়া বাধিয়ে কৌশলে চুরি করে বিধায় তাঁরা খুব একটা ধরা পড়েন না। কিন্তু কখনো ধরা পড়লে তাঁরা হার্ট অ্যাটাক হওয়ার ভান করেন, নিশ্বাস বন্ধ করে ফেলেন, মুখে থুতু ও লালা বের করেন। এতে মানুষ ভয় পেয়ে ছেড়ে দেন। পরে তাঁরা সুযোগ বুঝে পালিয়ে যান। তাঁরা একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। তাঁদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ