
ধুনটে তারুণ্যের উচ্ছ্বাস সংগঠনের নগদ অর্থ প্রদান কর্মসূচি
নিয়ামুল ইসলাম, ধুনট, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে সামাজিক সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন তারুণ্য উচ্ছ্বাসের প্রধান কার্যালয়
চারমাথা সকাল বাজারে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ার হোসেনের সঞ্চলনায় আমেনা মনসুর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম রঞ্জু।
আরো উপস্থিত ছিলেন, তারুণ্য উচ্ছ্বাসের প্রধান সমন্বয়কারী কমিটির সভাপতি রিপন সরকার,তারুণ্য উচ্ছ্বাসের প্রধান সমন্বয়কারী কমিটির সহসভাপতি ফেরদৌস, রায়হান শরীফ, সাবেক ইউপি সদস্য আবু তাহেল, মইনুল হাসান, রাসেল আহমেদ, হবিবর রহমান, ফরিদ, সৌরভ, শামিম, রানা প্রমুখ।