৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ মিনার থেকে ফিরে যে বার্তা দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

spot_img

সরকার পতনের এক দফা এক দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারেএক দফা এক দাবি ঘোষণা করেন সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।  এদিকে শহীদ মিনার থেকে ফিরেই ফেসবুকে বার্তা দিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ভিডিও বার্তায় তিনি বলেন, “এইমাত্র শহীদ মিনার থেকে এসেছি। সেখানে ছাত্র-জনতার যে গণবিস্ফোরণ হয়েছে, সেখানে প্রতিটি মানুষের এক দফার প্রতি সমর্থন প্রকাশিত হয়েছে।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “যতদিন না পর্যন্ত আমাদের এক দফা বাস্তবায়ন হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে অসহযোগ আন্দোলন বাস্তবায়নের জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে পালন করবেন।”

তিনি বলেন, “আমরা ঘোষণা করতে চাই, যতদিন না পর্যন্ত আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এর আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয়। এই নতুন কর্মসূচি সফল করার জন্য শনিবার (৩ আগস্ট) দুপুরে সবার উদ্দেশে ১৫টি নির্দেশনা দেন তারা। এসব নির্দেশনার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ