
বগুড়ার শাজাহানপুরে কোটা সংস্কার আন্দােলনে ছাত্র-জনতাকে গুলি করে গণহত্যার প্রতিবাদে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা বিএনপির উদ্যোগে মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে সামনে দিনব্যাপী এ কর্মসূচি সফল ভাবে পালিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় গণঅবস্থান সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই রনি, নুরুল আজাদ, মোজাফফর হোসেন, হাফিজার রহমান কাজল, বাদশা আলম, রফিকুল ইসলাম, আতাহার আলী কাইয়ুম, শফিকুল ইসলাম, মোশারফ হাসান, এমরান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, সাজেদুর রহমান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, কৃষকদলের আহবায়ক রেজাউল করিম, শ্রমিকদল নেতা বাবলু মন্ডল, মহিলাদলের সভানেত্রী কোহিনুর বেগম, মহিলাদল নেত্রী জেমিসহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।