৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া জেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮২ জনের নামে মামলা

spot_img

বগুড়া জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক মাস পর থানায় মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে।চ

গতকাল বুধবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মেরিনা খাতুন মেরী। মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল লতিফকে শিবগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাত ৮টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে হামলা চালান। তাঁরা অফিসের আসবাব ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় এক মাস পর মামলাটি করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ