৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমল কেজিতে ১০ টাকা

spot_img

এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা। মঙ্গলবার (১৩ আগস্ট) এই বাজারদর জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মণপ্রতি দাম কমেছে সাড়ে ৩০০ টাকা।

সরজমিনে দেখা যায়, শুক্রবার থেকে পেঁয়াজের মূল্য কেজিতে ১০ টাকা কমে ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজে সাড়ে ৩০০ টাকা কমেছে। তাই খুচরা বাজারে দাম কমেছে। তবে এখনো পেঁয়াজের বাজার পরিস্থিতি ঊর্ধ্বগতির কারণে ক্রেতারা হিমশিম খাচ্ছেন।

ক্রেতারা জানান, বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে এখনো অনেক দাম। আজ ১০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের বাজারদর এখনো অনেক বেশি।
বাজারদর কমাতে প্রশাসনিক নজরদারি প্রয়োজন বলে জানান তারা।

ব্যবসায়ীরা জানান, গতকাল ও আজ এ দুই দিন পেঁয়াজের বাজারদর কমেছে। পাইকারি বাজারে মণপ্রতি ৩০০-৩৫০ টাকা কমেছে। বর্তমানে প্রতি মণ দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে তিন হাজার ৬০০-৭০০ টাকায়। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ