বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে মসজিদে ঢুকে মোঃ মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা (৩৫) নামের একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে শহরের এরুলিয়া সাহাপাড়ার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবিলা ওই এলাকার মৃত শরদুল জিলাদারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর মোঃ রহিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাবিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।