দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন সময়ে বহিষ্কৃত নেতাদের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দিয়েছে বিএনপি।
শুক্রবার (১৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যেসব নেতা-কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট শেখ হাসিনার আয়োজিত জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত হয়েছেন এবং যাদের বিরুদ্ধে তামাশার নির্বাচনে প্রচারে সক্রিয় থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে- তাদের সঙ্গে সব পর্যায়ের নেতা-কর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হলো।’
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গত ১৪ আগস্ট একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।