
বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের উদ্যোগে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু’র সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শাজাহানপুর প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, মাঝিড়া
ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান। অন্যান্যের মধ্যে অংশ নেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহিন আলম, দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, ক্রীড়া সম্পাদক গোলাম আযম শামীম, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আতিকুর রহমান, শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, জিয়াউর রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। প্রধান অতিথি বলেন, গণমাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে বঞ্চনাহীন সুখ সমৃদ্ধ দেশ গড়তে সাংবাদিকগণ কাজ করে থাকেন। তাদের এ অবদান অনেক গৌরবের। তাই সাংবাদিকদের পেশাগত কাজে যে কোন প্রয়োজনে তার আন্তরিক সহযোগিতা থাকবে।