৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইদে প্রত্যাশা ও প্রাপ্তি; মধ্যবিত্তের জীবনে

spot_img

সাজ্জাদুর রহমান,বেরোবি প্রতিনিধি
ইদ মানে খুশি,অনাবিল আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর ফিরে আসে এ খুশির দিন।এ দিনটিতে ধনী গরিব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিশে যায় একত্বতার বন্ধনে।

সমাজে তিন শ্রেণির মানুষ থাকে। উচ্চ শ্রেণি, নিম্ন শ্রেণি আর মধ্যবিত্ত।

ধনীরা (উচ্চ শ্রেণি)তো ধনীই তারা সব ধরনের চাহিদা সহজেই পূরন করতে পারে।ইচ্ছা মত খরচ করতে পারে নিজের জন্য কিংবা নিজ ছেলে মেয়ে বা আত্বীয় স্বজনের জন্য।
অপরদিকে যারা গরিব তাদের জন্য দিনটি যেন দূর্বিষহ ভাবে কাটে কারণ তাদের নিজ পরিবারের খরচ চালাতে যেমন কষ্ট হয় তেমনিভাবে নিজ ছেলে মেয়ের জন্য জামা কাপড় কেনা চাঁদের হাটের মতোই যেন হয়ে যায়।তাদের নির্ভর করতে হয় সমাজের উচ্চবৃত্ত মানুষের দিকে বা বড় বড় সামাজিক সংগঠনের দিকে।যদি কিছু পায় তাতেই তাদের খুশিতে মন ভরে যায়।
কিন্তু মধ্যবৃত্তের জীবনটা যেন এক ভিন্ন ধাচে সাজানো। তারা পারেনা কারো কাছে চাইতে পারেনা যেটুকু আছে ঐটুকু নিয়ে থাকতে।তাদের মাঝে থেকেই যায় সংকটের হাতছানি। হয়তো ইদে মা বাবার জন্য শাড়ি ও লু্ঙ্গি কেনা হয় কেনা হয় না প্রিয় স্ত্রীর জন্য শাড়ি সন্তানের জন্য কেনা হয়না প্যান্ট,পান্জাবি কিংবা গাউন,জামা।
মধ্যবৃত্তের জীবন মানেই কিছু না কিছু ছেড়ে দেওয়ার মানসিকতা রাখতেই হয় যদিও কষ্ট হয় তবুও তারা মেনে নিতে পারে।
মধ্যবৃত্তের জীবনে ইদ কেমন হয় এ সম্পর্কে জানতে চাইলে এক লোক বলেন,
“ইদ মানে পরিবারের মুকে হাসি ফুটানো ও এ সুখোময় মূহুর্ত সবার সাথে ও সবার মুখে হাসি ফুটানো।কিন্তু আমার ক্ষেত্রে তা পুরোপুরি সম্ভব হয়না কারণ আমরা মধ্যবৃত্ত আমরা পারিনা কারো কাছে চাইতে বরং সন্তানের স্বপ্ন অনুযায়ী তাদের জামাকাপড় কিনে দিলেও পারিনা মা বাবার জন্য ভালো কিছু কিনতে তবুও সবাট সাথে মিলেমিশে যাওয়ার মধ্যেই পাই যেন শান্তনা।তবুও ইদ আসলে মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পরিজন সহ আমাদের অমেজ আসে। ”
এ সম্পর্কে আরেক ব্যাক্তি বলেন,
“ইদ আসলেই চারদিকে যখন ইদের অমেজে চারপাশ ভরে যায় তখন আমার মত মানুষের তখন চিন্তায় এসে যায় প্রথমে বাড়ি ভাড়া,বিদ্যুৎ বিল, পানি বিল সহ সন্তানের ইদের জামা কেনার কথা।আমরা মধ্যবৃত্ত আমাদের সব দিকটাই সামলাতে হয়। তবে সবগুলো একবারে পূরণ করতে গিয়ে দেখা যায় সবার চাহিদা পূরণ করা সম্ভব হয়না।”

পরিশেষে বলছি, দীর্ঘ একটি মাসের ত্যাগ ও সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি। ইদ দূর করে দিক সকল জাতের ব্যাবধান।ইদের খুশিতে চলুন আরেকবার ধনী গরিব কিংবা মধ্যবৃত্ত কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাহে নামাজ পড়তে যায়।আর ছড়িয়ে দেই এ খুশির বার্তা সারা বিশ্ব মাঝে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ