৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

feedback:৩ শাজাহানপুর বার্তার ভিডিও প্রতিবেদনে ১০১ বছরের হামেদ আলীর পাশে উপজেলা নির্বাহী অফিসার

spot_img

বগুড়ার শাজাহানপুরে শতবর্ষী বৃদ্ধ হামেদ আলী আকন্দ (১০১)কে নিয়ে গত ২৬ জুলাই অনলাইন গণমাধ্যম শাজাহানপুর বার্তাসহ ফেজবুক ভিত্তিক গণ মাধ্যমে ‘শত বছরেও হামেদ আলীর ভাগ‍্য জোটেনী বয়স্ক ভাতা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশীত হলে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

হামেদ আলীর অসহায়ত্ব বিষয়টি জানতে পেরে উপজেলার মানবিক নির্বাহী অফিসার সাইদা খানম এই বৃদ্ধর পাশে সহযোগিতার হাত বাড়ান।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলা চত্বরে অসহায় হামেদ আলীকে হুইল চেয়ার ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।

সময় ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভাইস ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন,খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান প্রমুখ।
বয়স্ক ভাতা কার্ড,হুইল চেয়ার ও নগদ দশহাজার টাকা সহযোগিতা পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হামেদ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কর্তৃজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘হামি অসুকয়ালা মানুষ ইউনিও স‍্যার হামাক চেয়ার(হুইল চেয়ার) ও টেকা (টাকা) দিয়ে সাহায্য করেছে। হামি দোয়া করি,আল্ল‍্যা তার ভালো করুক। বয়স্ক ভাতার কার্ড পেতে সহযোগিতার করার জন‍্য পাশাপাশি তিনি আমরুল ইউনিয়নের চেয়ারম্যানকেও ধন্যবাদ দেন।

অনুসন্ধানী ঐ প্রতিবেদন সূত্র জানা যায়, হামেদ আলীর বাড়ি উপজেলার আমরুল ইউনিয়ন বামনদিঘী এলাকায়। হামেদ আলী ২ ছেলে ও ১ মেয়ে আছে। স্ত্রী ও ৩ সন্তান মারা গেছেন বহু বছর আগেই। ছেলে-মেয়েকে বিবাহ দিয়ে গড়ে দিয়েছেন আলাদা আলাদা সংসার। তবে বৃদ্ধ বয়সে অসহায় হামেদ আলীকে দেখার কেউ নেই।
১০১ বছর বয়সেও তার ভাগ‍্য জুটে ছিলোনা বয়স্ক ভাতা।

বাবার সাথে সহযোগিতা নিতে আসা সালেহা খাতুন জানান ,আমারা বাবার অর্থ সম্পদ বলতে কিছুই নেই। বয়স হয়েছে ঠিক মত চলাফেরা করতে পারেন না। চোখে ছানি, এ্যাজমাসহ শরীর নানা অসুখ।আজকে ইউএনও স্যার নগদ টাকা,হুইল চেয়ার ও একটা বয়স্ক ভাতার কার্ড করে দিলো এখন আর ওষুধ কিনতে সমস্যা হবে।আল্লাহ স্যারদের ভালো করুক।

এসব বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম জানান,শতবর্ষী বৃদ্ধ হামেদ আলী’র পরিবারে পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় বৃদ্ধকে হুইল চেয়ার,নগদ টাকা ও বয়স্কভাতা কার্ড করে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে চেষ্টা করবো তার খোঁজ খবর রাখার।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ