‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করতে চাইলেও তাতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে (৩নং গেট) অবস্থান নেয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সেখানে র্যাবের ৮টি গাড়ি, এপিবিএন ও বিজিবির ২টি করে গাড়ি অবস্থান করছে।
এদিকে কর্মসূচি পালন করতে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় অবস্থান করছে শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তাদের হাতে করার কিছু নেই।
চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে এ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।