
দোয়াও একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অস্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন।
রাসুল (সা.) বলেছেন, ‘দোয়া ইবাদতের সারাংশ।’
আর আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ‘তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা শিগগিরই জাহান্নামে দাখিল হবে, এবং লাঞ্ছিত হবে (সুরা আল-মুমিন, আয়াত ৬০)।’
আর এমন একটি দোয়া আছে, যা সকালে ও সন্ধ্যায় ৩ বার পাঠকারীকে আল্লাহ সন্তুষ্ট করবেন।
দোয়াটি হলো: رَضِيْتُ بِاللهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا وَرَسُوْلاً উচ্চারণ: র দ্বী-তু বিল্লাহি রব্বান অবিল ইসলামি দ্বীনান ও বি মুহাম্মাদীন নাবিয়্যা ও রসু-লা।
অর্থ: আমি সন্তুষ্ট আল্লাহ তায়ালার প্রতি রব হিসেবে, ইসলামের প্রতি দীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নবী ও রাসুল হিসেবে।
রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এ দু’আটি পাঠ করবে আল্লাহ তা’আলা তাকে অবশ্যই সন্তুষ্ট করবেন।