৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবন শেষে শিক্ষকদের ভালোবাসায় সিক্ত নৈশপ্রহরী আব্দুল কাদের

spot_img

 

মাল্টিমিডিয়া প্রধান, আব্দুল কাইয়ুম :

দীর্ঘ ৩০ বছরের চাকরিজীবন শেষে অবসরে গেলেন ডোমনপুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল কাদের। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাতিনুর রহমান এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে আব্দুল কাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরা তাকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

বক্তারা আব্দুল কাদেরের দীর্ঘ ৩০ বছরের নিষ্ঠাবান কর্মজীবনের প্রশংসা করে বলেন, তার দায়িত্বশীলতা ও সততার কারণে মাদ্রাসায় এক অনন্য নজির স্থাপিত হয়েছে। অবসরে গিয়েও তার অবদান শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ