৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় গানে গানে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’

spot_img

বগুড়ায় গান গেয়ে ও দেয়ালে প্রতিবাদী লিখনীর মধ্য দিয়ে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা ১১ টায় শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করে।

এসময় স্কুলটির অর্ধশত শিক্ষার্থী জড়ো হন। তাদের হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা দেখা যায়।

এদিন শিক্ষার্থীরা এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও তারা কোনো বাধা দেননি।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী নূরা জেরিন বলেন, ‘আন্দোলনে নিহত ভাই-বোনদের স্মরণে আজ আমাদের প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জড়ো হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও আমাদের উদ্দেশ্যে পরিস্কার, এই হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এছাড়া আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের এই আন্দোলনে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। তারা সরাসরি না পারলেও যেন মৌন সমর্থন জানান।

স্কুলের ৯ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, শিক্ষকরা সব সময় আমাদের বলে এসেছেন যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠো, অন্যায়ের প্রতিবাদ কর। অথচ আজ যখন আমরা শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি তখন তারা কেন ভয় পেয়ে বসে আছে। তাই আমরা আহ্বান জানায় শিক্ষকরা যেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামান বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি করেছেন।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ