
বগুড়ার শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহীন।
যোগ্য প্রার্থী হওয়ায় ৯ জন ভোটার,সকলের সমর্থনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় চোপিনগর উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত সভায় প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে এনামুল হক শাহীন মত সমাজসেবক নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন দাতা সদস্য নূরুল ইসলাম, অভিভাবক সদস্য শাহ আলম নান্নু,মোস্তাফিজ রহমান,মনোয়ার হোসেন,আবু সাইদ আকন্দ, ফাহিমা বেগম,শিক্ষক প্রতিনিধি সুলতান আহম্মেদ, সাইফুল ইসলাম গুলশানারা বেগম এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোহেল আক্তার কমিটির সদস্য সচিবের দায়িক্ত পালন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম রিপন।