বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা বাসীকে পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ জায়গায় ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাঝিড়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে হোটেল ও রেস্টুরেন্টে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
মাঝিড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য এনামুল হক,আবু বক্কর,শফিকুল ইসলাম সহ স্বেচ্ছাসেবী শিক্ষার্থী,সকল ইউপি সদস্য ও কর্মকর্তা কর্মচারীরা।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষে মাঝিড়াস্থ সকল রেস্টুরেন্টে ২টি করে মোট-১২টি ডাস্টবিন প্রদান করা হয়।উপজেলার স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে হোটেল কর্তৃপক্ষ ও পথচারীদের পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা করার পাশাপাশি একটি ডাস্টবিনে পচনশীল দ্রব্য ও আরেকটি ডাস্টবিনে অপচনশীল দ্রব্য রাখার বিষয়টি পর্যবেক্ষণ করবেন।