বগুড়ার শাজাহানপুরে আমবাহী ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহী চাপা পরে সাবেক সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন।সেনা সদস্যকে গুরুতর আহত অবস্থায় বগুড়া সিএমএসএস মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বুধবার(১৯ জুন)রাত্রি ৯.৪০ মিনিটে উপজেলার মাঝিড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত ব্যক্তি সাবেক সেনাসদস্যের স্ত্রী ছিলেন।মোটরসাইকেল যোগে বিব্লক থেকে মাঝিরা আসার পথে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।তবে তাদের নাম জানা যায়নি।
পরবর্তীতে ফায়ারসার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে ও যান চলাচল স্বাভাবিক করে।