
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ্সিয়া তাবাসসুমের তাৎক্ষনিক উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় হামদর্দ মেডিকেল কলেজে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী নুসরাত আক্তার শেষ দিনে হামদর্দ মেডিকেল কলেজে ফরম পূরণ করার সুযোগ পেয়েছেন।
জানা যায়,উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ গ্রামের জহুরুল ইসলামের ৬ষ্ঠ মেয়ে নুসরাত আক্তার বগুড়া হামদর্দ মেডিকেল কলেজে DUMS ১ম বর্ষের শিক্ষার্থী। তার বাবা দীর্ঘদিন যাবৎ যক্ষা, লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পিতার জন্য চিকিৎসা করা কঠিন হয়ে পড়েছে।কলেজের বেতন ও ফর্ম পূরনের টাকা না থাকায় লেখাপড়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় নুসরাত আক্তার ও তার পরিবার।
শিক্ষার্থী নুসরাত আক্তার জানান,”আমরা ৭ বোন,ভাই নেই।পরিবারের আয়ের উৎস ছিলো বাবা।আর্থিক সংকটের কারনে বাবার চিকিৎসা করাতে পারছি না।এর মধ্যে আমার লেখাপড়ার খরচ করা সম্ভব হচ্ছিলো না।আমি আর্থিক সংকটের কারনে সিদ্ধান্ত নিয়েছিলাম লেখাপড়া করবো না।১৩ আগষ্ট ছিলো আমার ফর্ম পূরনের শেষ দিন। উপজেলার নির্বাহী অফিসার স্যারের তাৎক্ষনিক আর্থিক সহযোগিতার মাধ্যমে শেষের দিনে ফর্ম পূরণ করতে পেরেছি। এই সহযোগিতার মাধ্যমে আমি আমার লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ পেলাম”।
উপজেলা নির্বাহী অফিসার মুহ্সিয়া তাবাসসুম বলেন,ফর্ম পূরনের টাকা না থাকায় লেখাপড়া বাদ দিবে এমন খবর পেয়ে উপজেলার পক্ষ থেকে ফর্ম পূরনের টাকার ব্যবস্থা করা হয়।পরবর্তীতে যেন লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি তাকে কর্মমূখী প্রশিক্ষণ প্রদান ও তার পিতার চিকিৎসার জন্য উপজেলা থেকে সহায়তার কথা জানান।