
বদলি হয়েছেন বগুড়ার শাজাহানপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদা আক্তার।
সোমবার (৮ এপ্রিল) রাজশাহী বিভাগীয় কমিশনার মাঠ প্রশাসন শাখা থেকে সিনিয়র সহকারী কমিশনার প্রিয়াংকা দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর ইউএনও এ উপজেলায় যোগদান করেন।
নানা বিতর্কের মুখে মাত্র ৪ মাসে তাকে বদলি করা হয়। এর আগে ইউএনও তাহমিদা আক্তার নামে অনিয়ম, দূর্নীতি অভিযোগ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। যার অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, বগুড়া জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেন।
অভিযোগে বলা হয়েছে,সন্ত্রাসী ও অসাধু মাটি ব্যবসায়ী,হাট ইজারাদারের সঙ্গে গোপনে উপঢৌকন গ্রহণ করেছেন।
তবে এসব বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদা আক্তারের বক্তব্য নেয়া সম্ভব হয়নী।