
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ০৮নং সুঘাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১ হাজার ৪৯৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির এই চাল বিতরণ করা হয়।
ভিজিএফ’র এই চাল বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র, ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য মনিরুজ্জামান মিন্টু, আরিফুল ইসলাম প্রমুখ।