৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃ’ত্যু

spot_img

সড়ক দুর্ঘটনায় আহত বগুড়ার আদমদীঘির সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আবুল কাশেম আইনুল হক (৫৭) মারা গেছেন।

সোমবার (৬ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে তিনি গত শনিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার হার্ভে স্কুল রোড এলাকার ঝংকার ক্লাবের সামনে একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। নিহত আইনুলের সহকর্মী আমিনুল ইসলাম জানান, প্রধান শিক্ষক আইনুল হক প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় ঝংকার ক্লাবের সামনে মজিবরের চায়ের দোকানে চা পান করে সড়ক পার হচ্ছিলেন।

এসময় একটি অটোরিকশার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। বাদ আছর ওই বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা এবং বাদ এশা গ্রামের বাড়ি সান্দিড়া ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ