
বগুড়ার শাজাহানপুরে “ইউনিভার্সিটি, মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন অব শাজাহানপুর” আয়োজিত ক্যাডার সম্মাননা, নবীণবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) উপজেলা পরিষদের অডিটোরিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু,প্রধান আলোচক উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ্যাসোসিয়েশন সভাপতি আতিকুর রহমান শাকিল সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল জাবির রিয়াদ ও সাদিয়া আফরিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জহুরুল হক,ডিজিএম এনওসি ইঞ্জিনিয়ার মোস্তফা আল মাহমুদ,শেরপুর বিএম এন্ড টেকনিক্যাল কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মুহম্মদ জাফর আলমগীর,ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক রাজু আহমেদ,অগ্রণী ব্যাংক ডিজিএম (অব.) মোহাম্মদ জালালউদ্দিন,শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. আব্দুল কাইয়্যুম রাসেল,ডা. শাহাদাত হোসেন,ডা. জাকিয়া জিনাত প্রমুখ।
পরে শাজাহানপুর উপজেলা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত ৩০ জন কৃতী শিক্ষার্থী ও ৪০-৪৩ তম বিসিএস ক্যাডার সম্মাননা স্মারক প্রদান করা হয়।