বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) তীব্র তাপদাহের কারনে আজ ২২ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত অনলাইন ক্লাস,পরীক্ষা স্থগিত এবং সার্বিক অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভয়াবহ তাপপ্রবাহে নাকাল দেশবাসী। এমন পরিস্থিতিতে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সকল স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়।পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সবগুলো কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সশরীরে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম সীমিত করা হয়েছে। সবকিছু আমলে নিয়ে গতকাল ২১ এপ্রিল রবিবার রাতে উপাচার্যের সভাপতিত্বে শিক্ষকদের পূর্বনির্ধারিত একটি ভার্চুয়াল প্রোগ্রামে তীব্র তাপদাহের কারনে শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে আগামী ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষার সময় স্থগিত করে এবং সশরীরে ক্লাস না করে অনলাইনের মাধ্যমে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি অন্যান্য অফিশিয়াল কার্যক্রম সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে। তবে এই সময়টিতেও কেন্দ্রীয় গ্রন্থাগার ও জরুরী পরিষেবা সমূহ যথা নিয়মে চলবে। কর্মচারী ও কর্মকর্তাদের যাতায়াতের স্বার্থে বাস চলাচল করবে। বিষয়টি নিয়ে পরিবহন প্রশাসক জনাব হাসেম রেজা বলেন
“আগামী ৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের সকল বাস চলাচল বন্ধ থাকবে।তবে কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া,কোটালিপাড়া,মুকসুদপুর এর বাস চলাচল করবে”।
কেন্দ্রীয় গ্রন্থাগারের বিষয়টি নিয়ে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগার মোহাম্মদ নাছিরুল ইসলাম বলেন- “লাইব্রেরী সকাল ৯ থেকে রাত ৮ পর্যন্ত পূ্র্বের ন্যায় খোলা থাকবে”।