৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আগুনে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন শরীফ

spot_img

রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসত ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সকল কিছুই পুড়ে গেলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষ এ পবিত্র কোরআন শরিফ দেখতে ভিড় জমায়। ঘটনাটি বুধবার দুপুরে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসী জানায়, চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে সৌর সোলারের ব্যাটারি বিস্ফোরণ হয়ে দিনমজুর জিলহকের বসতঘরে আগুন লাগে। আগুন লাগার খবর আশেপাশে ছড়িয়ে পড়লে গ্রামের মানুষজন ছুটে আসে আগুন নিভাতে।পরে গ্রামের মানুষজন ওই বসতঘরের আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের ভিতরের সবকিছু পুড়ে ছাই হয়। কিন্তু পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়েনি, যা অক্ষত অবস্থায় পাওয়া যায়।

চরশৌলমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একে এম সাইদুর রহমান দুলাল বলেন, আমি শুনেছি এক বসত বাড়ির একটি শোয়ার ঘরে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে পবিত্র কোরআন শরীফ পুড়েনি এবং অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এটা আল্লাহ তায়ালার কুদরোধ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ