
বগুড়ার শাজাহানপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মো. জাহিদুল ইসলাম ওরফে জাহেদুল (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মালিপাড়া গ্রামের মৃত আবুল কাশেম @ কান্দুর ছেলে।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার মামলা নং-০৮ (তারিখ-০২ মে ২০২৫) এর তদন্তে তাকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়। গত ১৭ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে শাজাহানপুর থানাধীন খরনা বাজার এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, জাহিদুলের বিরুদ্ধে এর আগেও এক ডজন চুরির মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া, টাঙ্গাইল, নীলফামারী ও রংপুরসহ বিভিন্ন জেলায় দায়ের হওয়া মোট ১২টি মামলায় তিনি আসামি। এসব মামলার মধ্যে কয়েকটিতে চার্জশিট দেওয়া হয়েছে, কয়েকটিতে তিনি অব্যাহতি পেয়েছেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, জাহিদুল দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।