
রাব্বি ছৈয়াল,
শরীয়তপুর প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২ জুন) সকালে কেদারপুর ইউনিয়নের মূলফতগঞ্জ বাজারে বিসমিল্লাহ মার্কেটের সামনে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেদারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর দ্বীন ইসলাম বেপারী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি নেশার কাজী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব হাসেমী।
বক্তারা বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানবিকতা ও সহমর্মিতার প্রতীক। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে প্রকৃত ঈদের আনন্দ পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী , যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।