৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এক দিনে হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি, ঢাকার বাইরেই প্রায় অর্ধেক

spot_img

ঢাকার বাইরেও সমানতালে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা; যা দেশজুড়ে মশাবাহী এ রোগের বিস্তারকে চলতি বছরের অন্য সময়ের তুলনায় দ্রুত বাড়াচ্ছে।

প্রকোপ বেড়ে যাওয়ার মধ্যে রোববার চলতি বছর এক দিনে হাসপাতালে যাওয়া সংখ্যা রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৪৪৫ জন। আর ঢাকার হাসপাতালগুলোতে এ সংখ্যা ছিল ৫৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন। এটা এ বছর এক দিনে ভর্তি রোগীর মধ্যে সর্বোচ্চ। এর আগে শনিবার এক দিনে ৯২২ জন রোগী ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, এক দিনের মাথায় তা হাজার ছাড়াল।

এ নিয়ে দেশে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩১ হাজার ৬৩ জন। এ সংখ্যা এ পর্যন্ত বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে হাসপাতালে গিয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু  আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত দেশে ১১৩ জনের মৃত্যু হল। এর আগে ২০১৯ সালে ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ২০২১ সালে মৃত্যু হয়েছিল ১০৫ জনের।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ