৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঐতিহাসিক জশনে জুলুসে নজিরবিহীন জনসমাগম, ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

 

পবিত্র  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। এবারের আয়োজনে নজিরবিহীন জনসমাগম ঘটেছে এবং ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে এই জশনে জুলুস শুরু হয়।

 

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই জুলুসে অংশ নিতে চট্টগ্রামে সমবেত হন। অংশগ্রহণকারীরা কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করেন।তাদের কণ্ঠে “আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ” ধ্বনিতে মুখর হয়ে ওঠে বন্দর নগরী। এ সময় হাজারো নবীপ্রেমী সুফিবাদী জনতার সাথে নারী ভক্তদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের জুলুসে প্রায় ৪০ লাখ মানুষের সমাগম ঘটেছে। নানা বয়সী মানুষ প্রচণ্ড গরম উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে জুলুসে অংশগ্রহণ করেন। সড়কের বিভিন্ন মোড়ে পানি, শরবত, রুটি, জিলাপি, খেজুর, কলা ও চকলেট বিতরণ করতে দেখা গেছে, যা অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ সঞ্চার করে।

 

জুলুসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নগরীর ষোলশহর, বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট ও জিইসি এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে তোরণ, ব্যানার, ফেস্টুন এবং পতাকা দিয়ে সাজানো হয়। জুলুস উপলক্ষ্যে ষোলশহর এলাকায় ঐতিহ্যবাহী নানা পণ্যের মেলাও বসে, যেখানে আতর, টুপি, তসবিহ, পাঞ্জাবি, ইসলামি বই, খাবারসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়।

 

ঐতিহ্যবাহী এই জশনে জুলুস ১৯৭৪ সাল থেকে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে আসছে।এবারের ৫৪তম জশনে জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মুহাম্মদ সাবের শাহ। আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, এবার জুলুসের পরিসর কিছুটা ছোট করা হয়েছে নিরাপত্তার স্বার্থে।

 

এদিকে, এই বিপুল জনসমাগমের মধ্যে একটি দুঃখজনক ঘটনাও ঘটেছে। শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উল্লেখ্য, জশনে জুলুস অর্থ আনন্দ মিছিল বা আনন্দ শোভাযাত্রা, যা প্রতি বছর হিজরি সালের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে অনুষ্ঠিত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ