
আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে নোয়াখালীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কাণ্ডারী শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাণ্ডারী শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান সাফায়াত হোসাইন, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর তেলাওয়াত সম্পাদক ও নোয়াখালী অঞ্চল তত্ত্বাবধায়ক- ডি এম যুবায়ের ইসলাম, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর মিডিয়া ও পাঠাগার সম্পাদক- ইস্পাহানি সরকার এবং কাণ্ডারীর সাবেক পরিচালক- এম আর তারেক এবং কাণ্ডারী সাবেক সহকারী পরিচালক এ টি এম তারেক।