৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

spot_img

আওয়ামী লীগ না থাকলে, বিএনপি ক্ষমতায় আসবে- এটা জামায়াত সহ্য করতে পারছে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমি নিশ্চিত, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই।

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, আমি জানি কেয়ামত পর্যন্ত জামায়াত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। এটা শিওর।

উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলীর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বর চন্দ্র। এ সময়, জামায়াতের সাত দফা প্রসঙ্গে তিনি বলেন, এসব দফা-টফা এর সবই হচ্ছে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। আওয়ামী লীগ নাই, এ কারণে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা সহ্য করতে পারে না।

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, পাকিস্তানে আন্দোলন যখন হয় তখন ওরা বিরোধিতা করেছিল। আজ পর্যন্ত জামায়াত পাকিস্তানে কখনো আসন পায় নাই। জামায়াত কিন্তু ভারতেও আছে, শুধু বাংলাদেশে না। সে কারণে সাধারণ মানুষের ভাবনা যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায়।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা হইলো? আর সকল রাজনৈতিক দল ব্যান কইরা কখনো রাজনীতি হয় নাকি? এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি থাকবে না, একাত্তরের রাজকাররা দেশ চালাইবো আর এটা আমরা মানবো? বাইচা থাকতে? অসম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, জসিম মোল্লা প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ