৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলার শাহপরান মডেল হাই স্কুল ও মোশাররফ আলী ফ্রি—ক্যাডেট স্কুলের সামনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার সকালে শাহপরান মডেল হাই স্কুরের প্রধান শিক্ষক জামাল উদ্দিন’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রিংকু দে’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম, শিক্ষক নেতা নোমান আহমেদ সাদি, সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব আলী তুহিন, অমিত দাস, হিফজুর রহমান, মোস্তাক আহমেদ, হাফিজ মোস্তাক আহমেদ, মাহমুদ আল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সুনামগঞ্জ—জগন্নাথপুর—ঢাকা আঞ্চলিক মহাসড়ক। প্রতিদিন শত শত ছোট—বড় গাড়ি এই সড়কে চলাচল করছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবন ঝুঁকি নিয়ে এই সড়কপথে আসা—যাওয়া করে। এই সড়কপথে শুক্রবার নাদামপুর গ্রামের সামনে এক যুবক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কে আছে। আমরা অনতিবিলম্বে আমাদের শাহপরান মডেল হাই স্কুল ও মোশাররফ আলী ফ্রি— ক্যাডেট স্কুলের সামনে উভয় পাশে স্পিড ব্রেকার স্থাপনের করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানাই।
প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সুনামগঞ্জ—জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবরাজ হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়। ওই যুবক ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর ছেলে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ