৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দুই রাতে ৮ ট্রান্সফরমার চুরি,কৃষকদের সর্বনাশ

spot_img

উল্লাপাড়ায় দুই রাতে ৮ ট্রান্সফরমার চুরি
কৃষকদের সর্বনাশ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের মাঠ থেকে দুই রাতে ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এসব ট্রান্সফরমারের মূল্য প্রায় ৪ লাখ টাকা। চুরির শিকার কৃষকরা হলেন, উক্ত গ্রামের ছাইদার রহমান, ছানোয়ার হোসেন, কবির আকন্দ, গোলজার আকন্দ, আবু সাইদ, আব্দুল করিম, আব্দুস সোবাহান ও আবুল হাসেম আকন্দ। এদের মধ্যে বৃহস্পতিবার রাতে চুরি হয় ৫ জনের এবং অপর ৩ জনের ট্রান্সফরমার শুক্রবার রাতে চুরি হয়ে গেছে।

চুরির শিকার আবুল কাশেম আকন্দ এবং ছানোয়ার হোসেন জানান, এমনিতেই বিদ্যুতের দাম বাড়ায় প্রতিবছর যেখানে প্রতি প্রকল্পে ১০ থেকে ১৫ হাজার টাকা বিল আসত সেখানে এবছর আসছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। এতে এখন ধান চাষে লোকসান গুণছেন কৃষকেরা। তার উপর ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। নতুন করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেভি ক্ষমতার ট্রান্সফরমার কিনে চাষাবাদ করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। ভুক্তভোগীরা আরও জানান, গেল বছর ট্রান্সফরমার চুরি শুরু হলে তারা রাতে মাঠে পাহারা দিতেন। কিন্তু মাস ছয়েক হলো ট্রান্সফরমার চুরি একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে এখন আর গ্রামের লোকজন রাতে পাহারা দেন না। অথচ সেই সুযোগে চোরেরা তাদের চরম ক্ষতির মুখে ফেলেছে। তারা এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দেবার প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, পূর্বদেলুয়া গ্রাম থেকে অভিযোগ দেওয়া হলে ট্রান্সফরমার চোর সনাক্ত করে তাদেরকে পুলিশ গ্রেপ্তারের ব্যবস্থা নেবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন) কৌশিক দেবনাথ জানান, কৃষকদের নিকট থেকে ট্রান্সফরমার চুরির অভিযোগ পেলে তারা সমিতির পক্ষ থেকে উল্লাপাড়া মডেল থানায় জিডি করবেন। তবে তিনি রাতে ট্রান্সফরমার চুরি রোধে আবারও পাহারার ব্যবস্থা নিতে কৃষকদের প্রতি অনুরোধ জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ