
দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। তারা জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলের যুগ্ম আহবায়ক সারোয়ার তুষারও সতর্ক করে বলেন, “সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয়। প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে।”
এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “গণঅভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময়। বিদেশী এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে। দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”