
বুধবার দিবাগত রাত প্রায় ৩ টার দিকে পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়নের নূরানীগেট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, এতে দুই পরিবারের শিশু সহ মোট আটজন নিহত হন। সেখানকার স্থানীয় লোকজন এবং পুলিশ, ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মামুন মোল্লা জানান, বুধবার রাতে গাড়ি খালে পড়ে যাওয়ার খবর পায় ফায়ারসার্ভিস, এরপর পিরোজপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট এবং পরে আরো একটি ইউনিট গিয়ে তাদেরকে উদ্ধার করে।
সংবাদ বুলেটিন / মালিহা