
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাতে যশোরের নতুন খয়েরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডর মেজর গালিব হোসাইন খান।
গ্রেপ্তার ব্যক্তির নাম এরশাদ গাজী। তার বাড়ি কলারোয়া উপজেলায়।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার (২ মে) সকালে পুত্রবধূকে ধর্ষণ করেন এরশাদ গাজী। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনার পর র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যশোরের নতুন খয়েরতলা এলাকা এরশাদকে গ্রেপ্তার করে। পরে তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, মামলার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।