৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ গণহত্যাকারী ১৪ দল নিষিদ্ধের দাবীতে আপ বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত

spot_img

 শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বগুড়া প্রেসক্লাবের সামনে “ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ গণহত্যাকারী ১৪ দলকে স্থায়ী নিষিদ্ধকরণ, আওয়ামী প্রশাসন ও পুলিশ সংস্কার, শাপলা-পিলখানাসহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার” দাবিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), বগুড়া জেলা শাখা আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আপ বাংলাদেশ, বগুড়া জেলার সদস্য সচিব মোহসিনুল হাসান রিফাত। মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আহ্বায়ক ওলিউল হাসান শিমুল। তিনি তার বক্তব্যে বলেন—
“জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়ানো অন্তবর্তীকালীন সরকারকে অবিলম্বে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসর ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। এতো রক্তের পরে নতুন করে ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে সুযোগ দেওয়া যাবে না।”

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আবু নাঈম। তিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের অবিলম্বে সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি আরো বলেন—
“জুলাই যোদ্ধাদের রক্তের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তবর্তীকালীন সরকারকে বিচারিকভাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। একইসাথে শাপলা, পিলখানাসহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার করতে হবে।”

তিনি দৃশ্যমান বিচার ও প্রশাসনিক সংস্কার শেষে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

উক্ত মানববন্ধনে আপ বাংলাদেশ বগুড়া জেলার যুগ্ম আহবায়ক মোঃ সিফাতুল্লাহ, মাইন উদ্দিন, নুর মোহাম্মদ মারুফ, যুগ্ম সদস্য সচিব আলী বিন আজম সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ