৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

spot_img

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি এলাকায় বেপরোয়া মোটরসাইকেল চালনোর কারণে মায়িশা খাতুন (৬) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মায়িশা খাতুন গোসাইবাড়ি কলোনি এলাকার মামুনুর রশিদের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুভ নামের এক যুবক মোবাইলে কথা বলতে বলতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

 

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে মায়িশাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় আব্বু গাজিউ রহমান জানান, শুভ প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করে। তাকে একাধিকবার নিষেধ করার পরও সে কথা শোনেনি। আজ মোবাইলে কথা বলার সময় বাউলি মেরে গিয়ে আমার ভাগ্নিকে চাপা দেয়। এ বিষয়ে কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বেপরোয়া মোটরসাইকেল চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ