৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি!

spot_img

বগুড়ায় ১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি!

সাবিক ওমর সবুজ
বগুড়া প্রতিনিধিঃবগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক ) হাসপাতালের সামনে বর্ষণ মেডিসিন এন্ড সার্জিক্যাল প্রতিষ্ঠানকে রবিবার (২৭ নভেম্বর ) বিকাল সাড়ে ৫টার দিকে
জরিমানাসহ সাময়িক সিলগালা করেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি করায় এই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতেখারুল ইসলাম রিজভী জানান, লিখন নামে এক ব্যক্তির চারদিনের বাচ্চা গুরুতর অসুস্থ্যতার কারণে শজিমেকে ভর্তি রয়েছে। চিকিৎসক তাকে কাচিন ১০০(kacin100) নামে একটি ইঞ্জেকশন আনতে বললে তিনি শজিমেক হাসপাতালের সামনের ওই সার্জিক্যাল থেকে ইঞ্জেকশনটি ৫২০ টাকায় কেনেন। পরে খোঁজ নিয়ে ইঞ্জেকশনের দাম ১৬টাকা জানতে পেরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন লিখন। অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক সিলগালা করে দেয়া হয়। সেই সাথে অভিযোগকারীকে আইন অনুযায়ী সাড়ে সাত হাজার টাকা প্রদান করা হয় ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ