৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতের ১২ আত্মঘাতী ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

spot_img

বৃহস্পতিবার ( ৮ মে) দ্য ডন-কে  আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের ডিরেক্টরেট জেনারেল (DG) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘ভারত গত রাতে ( ৮ মে) ‘বিভিন্ন স্থানে ১২ টি হেরাপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে।‘

তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘সতর্কতা ও সতর্কতার উচ্চ পর্যায়ে’ থাকায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১২টি হেরাপ ড্রোন ধ্বংস করেছে।

এছাড়া ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এমন কিছু স্থানের একটি তালিকাও দিয়েছে আইএসপিআর। এসব এলাকাগুলো হচ্ছে-লাহোর,অ্যাটক,গুজরানওয়ালা,চাকওয়াল,

রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর,মিয়ানো,কোর এবং করাচির কাছাকাছি একটি এলাকা।

এরপর তিনি ড্রোনের ধ্বংসাবশেষের ছবির একটি সিরিজ দেখান।

এদিকে বৃহস্পতিবার ( ৮ মে) স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ভারতের সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে লাহোরের আবাসিক এলাকার ওয়ালটন বিমানবন্দরের কাছে, যেখানে সামরিক স্থাপনাও রয়েছে, সেখানে ভারতের একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয় ।

একই দিন রয়টার্স এবং জিও টিভিও একই তথ্য নিশ্চিত করে ।

এদিকে এই উত্তেজনার মধ্যে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত যাত্রীবাহী বিমানের জন্য বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে,পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ(পিএএ)বুধবার ( ৭ মে )জানায় পাকিস্তানের প্রধান রুটগুলোতে বিমান চলাচল আবার চালু করা হয়েছে। শুধু লাহোরের আকাশসীমা আরও ২৪ ঘন্টা বন্ধ থাকবে।

বুধবার ( ৭ মে) পিএএ একটি সংশোধিত নোটাম জারি করে জানায়,ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং করাচিতে আকাশসীমা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে, তবে লাহোরের বিধিনিষেধ এখনও বলবৎ থাকবে।

পিএএ আরও জানায়,পাকিস্তানের সব বিমানবন্দর ‘সম্পূর্ণরূপে চালু থাকবে’ এবং দেশটির আকাশসীমা ‘বেসামরিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত এবং নিরাপদ থাকবে।‘ সূত্র: দ্য ডন এবং অ্যাসোসিয়েটেড প্রেস

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ