৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মিশরে ড. এরশাদ আহমেদ বুখারীর সাথে সৌজন্য সাক্ষাৎ

spot_img

নিজস্ব প্রতিবেদক: নীল নদের তীরের ইতিহাসমণ্ডিত নগরী কায়রো। ইসলামী জ্ঞান ও সংস্কৃতির চিরন্তন আলোকছটা ছড়িয়ে থাকা এই ভূমিতেই সম্প্রতি এক আন্তরিক সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন আল-কুরআন একাডেমি আমেরিকার জেনারেল ডিরেক্টর ড. এরশাদ আহমেদ বুখারী এবং লেখক ও কলামিস্ট জাহেদুল ইসলাম আল রাইয়ান।

মিশর সফরে থাকা ড. এরশাদ আহমেদ বুখারীর সাথে এই সাক্ষাৎ যেন দুই চিন্তার সেতুবন্ধন তৈরি করল। শান্ত-স্নিগ্ধ পরিবেশে আলাপ হলো সাহিত্য, সংস্কৃতি ও ইসলামী শিক্ষার প্রসার নিয়ে। প্রতিটি কথোপকথনে যেন ফুটে উঠছিল জ্ঞানের প্রতি শ্রদ্ধা আর কলমের শক্তির প্রতি বিশ্বাস।

আলাপের এক পর্যায়ে জাহেদুল ইসলাম আল রাইয়ান তাঁর লেখা বই “মদিনার ঝলক” ড. বুখারীর হাতে হাদিয়া হিসেবে তুলে দেন। বইটি হাতে নিয়ে তিনি আনন্দিত হন এবং বলেন, “মদিনার সুবাসকে শব্দে ধারণ করা এক বরকতময় কাজ। এই বই পাঠকের অন্তরে সেই সুবাস ছড়িয়ে দেবে, ইনশাআল্লাহ।” এরপর লেখকের জন্য আন্তরিক দোয়া করেন।

ড. বুখারী আরও বলেন, “সৎ কলম নীরবে হলেও সমাজের বুকে আলোর রেখা এঁকে যায়। আপনার এই প্রচেষ্টা সেই পথেরই অংশ।”

এই সাক্ষাৎ কেবল পরিচয়ের সীমায় আবদ্ধ থাকেনি; বরং হয়ে উঠেছে ভাবনার বিনিময়ে সমৃদ্ধ এক অধ্যায়। উভয়েই আশা প্রকাশ করেছেন—মিশরের এই সাক্ষাৎ ভবিষ্যতে জ্ঞান, সাহিত্য ও ইসলামী সংস্কৃতির প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ