৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মোংলায় মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

spot_img

মোংলা সংবাদদাতা: মোংলায় আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পৌর মাদ্রাসা রোডস্থ মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয় এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পরে কেক কাটেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রাষ্ট্র গঠনের ৩১দফা বাস্তবায়নে আমরা অঙ্গীকার বদ্ধ।

জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর তাতী দলের সাবেক সদস্য সচিব গাজী মো: মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোকসেদুল আলম গামা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিল মো: আলাউদ্দিন হোসেন, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, পৌর তাতী দলের আহবায়ক মো: হাজ্বী আলম, পৌর শ্রমিকদলের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, পৌর মৎস্যজীবী দলের সভাপতি গাজী মাইনুল ইসলাম (মনু), সাধারণ সম্পাদক মো: মিজান মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: কামরুল হোসেন, মোড়েলগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো: রহমান ব্যাপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, ফকিরহাট উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আল মামুনসহ মৎস্যজীবী দলের পৌর ও উপজেলা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের সুস্থ্য শরীরে দেশে ফিরে আসার কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ