
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার শ্মশান কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম মো. রবিউল ইসলাম (২৬)। তিনি একই এলাকার হান্নান মোল্লার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক দুষ্কৃতিকারী লাঠি দিয়ে রবিউল ইসলামের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। আহত রবিউলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।