৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুর নুর আলম হত্যা মামলার আসামি জোবায়ের গ্রেফতার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঞ্চল্যকর নুর আলম হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং পলাতক আসামি মো. জোবায়ের (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২। সোমবার (৭ জুলাই) ভোরে উপজেলার বড় দেশমা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন বাটন মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাতে শাজাহানপুরের কুন্দদেশমা গ্রামের বাসিন্দা নূর আলম (২৭) কে পূর্বপরিকল্পিতভাবে জামহাটা গ্রামের একটি পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ ১৬/০৮/২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৪৩৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‍্যাব-১২ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামি জোবায়ের পলাতক ছিল। তাকে গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতি আসবে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ