
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আলহাজ লইমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হোসেন বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন।
গ্রেপ্তারের বিষয়ে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী বলেন, “ইমরান হোসেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।” তিনি এ ঘটনার নিন্দা জানান।
এ বিষয়ে জানতে বগুড়া ডিবি পুলিশের ওসির মোবাইল নম্বরে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
তবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম। তিনি বলেন, “দুপুর দেড়টার দিকে বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।”