
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও জাতীয় পার্টির সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাজাহানপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার দুবলাগাড়ী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন এবং যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাহার আলী কাওয়ূম, আজাদুর রহমান আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান একজন দক্ষ প্রশাসক ও দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন। দেশের প্রতিরক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।